উদ্যোক্তাগণ অনলাইনে আবেদন করার সময় নিজস্ব ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন।
উদ্যোক্তাগণ কোন অবস্থাতেই অন্যের ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন না।
ই-মেইল আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করবেন।
সকল প্রকার ফি অনলাইনে অথবা সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে তৈরিকৃত চালান কপির মাধ্যমে ব্যাংকে পরিশোধ করতে হবে।
Name | Description | Document |
---|---|---|
ব্যাংক চালান | কোডসহ ব্যাংক চালান ফরম | Download |
যে সকল জেলায় অধিদপ্তরের | পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে যে সকল জেলায় অধিদপ্তরের কোন কার্যালয় নেই সে সকল জেলাসমূহের পরিবেশগত ছাড়পত্রের আবেদন ও নবায়নের আবেদন প্রক্রিয়াকরণ, অভিযোগ তদন্ত এবং মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিবেশ অধিদপ্তরের তালিকাভুক্ত নিম্নেবর্ণিত অফিস থেকে সম্পাদন করা যাবে । | Download |
Gazette of Revised EC fee | Revised Environmental Clearance fee/Renew fee | Download |