পরিবেশগত ছাড়পত্র এবং গবেষণাগার আবেদন নির্দেশনা:

উদ্যোক্তাগণ অনলাইনে আবেদন করার সময় নিজস্ব ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন।

উদ্যোক্তাগণ কোন অবস্থাতেই অন্যের ই-মেইল, মোবাইল নম্বর/ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করবেন না।

ই-মেইল আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করবেন।

সকল প্রকার ফি অনলাইনে অথবা সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে তৈরিকৃত চালান কপির মাধ্যমে ব্যাংকে পরিশোধ করতে হবে।

১। নতুন প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে কি প্রয়োজন?

২। স্থানীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র কিভাবে এবং কার কাছে নিতে হবে?

উত্তর: পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত ছকে কারখানা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর এর নিকট হতে গ্রহণ করতে হবে লিংক।

৩। পরিবেশগত ছাড়পত্র ও নবায়ন ফি এবং ভ্যাট চালান কোড নম্বর কোথায় পাওয়া যাবে?

উত্তর: ছাড়পত্র/নবায়ন ফি কোড: ১৪২২৩১৯ ভ্যাট চালানের কোডের লিংক

৪। গবেষণাগারের ফি জমা দেয়ার কোড নম্বর কি?

উত্তর: গবেষণাগারের ফি জমা প্রদানের কোড নম্বর ১৪২২৩২৯

৫। ইএমপি এবং আইইই প্রতিবেদন কি এবং কোথায় পাওয়া যাবে?

উত্তর: ইএমপি এবং আইইই ফরমেটের লিংক | লিংক | লিংক

৬। ছাড়পত্র/নবায়ন কতদিনে প্রদান করা হবে?

উত্তর: যথাযথ কাগজপত্রসহ আবেদন দাখিল করা হলে নির্ধারিত সময়ে প্রদান করা হবে লিংক।

৭। ছাড়পত্র ফি কত বা কিভাবে নির্ধারিত হয়।

উত্তর: ছাড়পত্র ফি প্রদানের তালিকার লিংক

৮। ছাড়পত্র ফি কিভাবে জমা প্রদান করতে হবে?

উত্তর: ট্রেজারী চালানের মাধ্যমে নির্ধারিত কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

৯। ছাড়পত্র/নবায়ন ফি কার বরাবর জমা দিতে হবে?

উত্তর: মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা।

১০। নবায়ন ফি কত বা কিভাবে নির্ধারিত হয়?

উত্তর: শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাড়পত্র ফি এর এক চতুর্থাংশ এবং ইটভাটার ক্ষেত্রে ছাড়পত্র ফি এর অর্ধেক।

১১। আবেদন কিভাবে এবং কোথায় জমা প্রদান করবো?

উত্তর: অনলাইনে দাখিল এবং ফরম-৩ যথাযথভাবে পূরণপূর্বক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।

১২। অনলাইনে কিভাবে আবেদন করবো?

উত্তর: ইন্টারনেট ব্রাউজারে ecc.doe.gov.bd ঠিকানায় অথবা পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে www.doe.gov.bd এর অনলাইন ছাড়পত্রের আবেদন অপশন ব্যবহার করে।

১৩। গবেষণাগার ফলাফলের জন্য আবেদন করার ক্ষেত্রে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে কি-না?

উত্তর: আলাদা রেজিষ্ট্রেশনের প্রয়োজন নাই। পরিবেশগত ছাড়পত্র অটোমেশন সফটওয়্যারের রেজিষ্ট্রেশন ব্যবহার করে আবেদন করা যাবে।

১৪। অনলাইনে আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাওয়া যাবে?

উত্তর: Forget password অপশন ব্যবহার করে অথবা support@doe.gov.bd ঠিকানায় মেইলের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যেতে পারে।

১৫। অনলাইন আবেদনের মোবাইল নম্বর পরিবর্তন কিভাবে করবো?

উত্তর: মোবাইল নম্বর পরিবর্তনের জন্য support@doe.gov.bd ঠিকানায় মেইল অথবা অধিদপ্তরের আইটি শাখায় যোগাযোগের মাধ্যমে।

১৬। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে রেজিষ্ট্রেশন করার পর ভেরিফিকেশন করার প্রয়োজন আছে কি অথবা কিভাবে করবো?

উত্তর: নেই।

১৭। ই-মেইল আইডি ও পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই এক্ষেত্রে করনীয় কি?

উত্তর: ই-মেইল আইডি ও পাসওয়ার্ড পরিবর্তনের জন্য support@doe.gov.bd ঠিকানায় মেইল প্রেরণ অথবা 0222 22 18372 নম্বরে যোগাযোগের মাধ্যমে।

১৮। অনলাইনে আবেদন দাখিল করার পর সংশোধনের সুযোগ রয়েছে কি-না?

উত্তর: আবেদন দাখিল করার পর মূলত সংশোধনের কোন সুযোগ থাকে না; তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনলাইন ফাইল নম্বর ও দাখিলের তারিখসহ support@doe.gov.bd এ ই-মেইল প্রেরণ করতে হবে।

১৯। অনলাইনে আবেদন Reject হলে করনীয় কি?

উত্তর: Reject এর কারণ ব্যাখ্যা করে Resubmit করতে হবে অথবা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের প্রয়োজন হবে।

২০। সার্টিফিকেট ভেরিফিকেশন কিভাবে করা যায়?

উত্তর: ইন্টারনেট ব্রাউজারে ecc.doe.gov.bd ঠিকানায় গিয়ে certificate verification অপশন ব্যবহার করে সর্টিফিকেট ভেরিফিকেশন করা যায়।

২১। ছাড়পত্র/নবায়নপত্রে ভুল রয়েছে এক্ষেত্রে সংশোধনের উপায় কি?

উত্তর: ছাড়পত্র/নবায়নপত্রে ভুলের অংশটুকু চিহ্নিত করে support@doe.gov.bd এ ই-মেইল প্রেরণ এবং সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ।

২২। ছাড়পত্র/নবায়ন Approved এর এসএমএস পাওয়ার পরও ছাড়পত্র/নবায়ন কপি পাওয়া যাচ্ছে না।

উত্তর: সংশ্লিষ্ট অফিস প্রধান issue এর পর ছাড়পত্র/নবায়ন পাওয়া যাবে।

২৩। নবায়নের আবেদন করার জন্য (Renew) button পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে কি করনীয়?

উত্তর: সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে অথবা অনলাইন আবেদনের নম্বরসহ support@doe.gov.bd এ ই-মেইল প্রেরণ করতে হবে।

২৪। চলমান কারখানা/প্রতিষ্ঠান এর ছাড়পত্র গ্রহণের জন্য ফি প্রদানের নিয়ম কি?

উত্তর: বিনিয়োগ অনুসারে ছাড়পত্র ফি এবং কারখানা/প্রতিষ্ঠান চালুর সাল হতে বর্তমান সময় পর্যন্ত প্রতিবছরের নবায়ন ফি (ছাড়পত্র ফি এর এক চতুর্থাংশ) ট্রেজারী চালনানের মাধ্যমে জমা দিতে হবে।

২৫। ল্যাবরেটরী বিভিন্ন টেস্ট ফি এর তালিকা